logo
  • ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০, ১২ অগ্রহায়ণ ১৪২৭

মালিবাগে ‘বন্দুকযুদ্ধে’ মাদকব্যবসায়ী নিহত

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইকবাল হোসেন নামে এক মাদকব্যবসায় নিহত হয়েছে। 

আজ রোববার (১২ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে এ এ ঘটনা ঘটে।  

র‌্যাব সূত্র জানায়, কক্সবাজার থেকে ইয়াবার চালান আসছে এমন খবরের ভিত্তিতে মালিবাগ সোহাগ বাস কাউন্টারের সামনে অবস্থান নেয় র‌্যাব-২ এর সদস্যরা। মাদকব্যবসায়ীরা বাস থেকে নেমে ইয়াবার চালানসহ একটি প্রাইভেটকারে উঠছিল। এমন সময় র‌্যাব সদস্যরা এগিয়ে গেলে দলটি প্রাইভেটকারসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ইকবালের মৃত্যু হয়। 

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, তারা কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসছিল। এসময় তাদের কাছ থেকে এক লাখেরও বেশি পিস ইয়াবা জব্দ করা হয়।

এসএস

RTVPLUS