• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

আজ বৃষ্টির সম্ভাবনা, বাড়বে শীত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ জানুয়ারি ২০২০, ১০:৩৬
ছবি:সংগৃহীত

আজ বৃহস্পতিবারও (৯ জানুয়ারি) দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়া অফিস বলছে, আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সারাদিনই প্রায় সারাদেশে গুড়িগুড়ি বৃষ্টি হবে। কালও দেশের বিভিন্নস্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, বৃষ্টি হওয়ার পরে তাপমাত্রা কমবে। ফলে দিন ও রাতের তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়তে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, বরিশাল, খুলনা ও চট্টগ্রামের বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি-গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র গরমে এসি ছাড়াই ঘর হবে শীতল
যে কারণে গরম আর শীত বেশি চুয়াডাঙ্গায়
সেনবাগে মানব সেবা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
আগামী তিন দিন যেমন থাকবে আবহাওয়া
X
Fresh