logo
  • ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০, ১২ অগ্রহায়ণ ১৪২৭

উত্তরে নতুন ১৮ ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া লাগেনি এখনো

উত্তরে নতুন ১৮ ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া লাগেনি এখনো
ঢাকা উত্তর সিটি করপোরেশনে নতুন ১৮টি ওয়ার্ড যোগ হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এখনো। ওয়ার্ডবাসীর প্রত্যাশা নতুন মেয়র নির্বাচিত হলে রাস্তা, গ্যাস-পানিসহ অবকাঠামো উন্নয়নের ছোঁয়া লাগবে। নতুন যোগ হওয়া ৪৪ নম্বর ওয়ার্ড কমিশনার বলেন, বরাদ্দ অনুযায়ী উন্নয়ন কাজ চলছে আগামী তিন বছরের মধ্যে ট্যাক্স বসানো হবে না বলে জানান তিনি। 
 
উত্তর সিটিতে যোগ হওয়া ১৮টি ওয়ার্ডের মধ্যে দক্ষিণখানের ৪৪ নম্বর ওয়ার্ডের রাস্তার বেহাল দশা। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।

এবড়োথেবড়ো রাস্তায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে দুর্ঘটনাসহ নানা অসুবিধায় পড়তে হচ্ছ যাত্রীদের। নতুন নগর পিতার কাছে গ্যাস-পানিসহ বিভিন্ন সমস্যার সমাধান চেয়েছেন এলাকাবাসী। 

তবে ৪৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বলেন, উন্নয়নের কাজ চলছে। নির্বাচনের পরে সার্বিক উন্নয়ন হবে বলে জানান তিনি। 

এছাড়া নতুন নগর পিতা যেই নির্বাচিত হোক, উন্নয়ন থেমে থাকবে না বলেও জানান তিনি।

এসএস

RTVPLUS