• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রেলের অবৈধ গেট বন্ধে হাইকোর্টের রুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ ডিসেম্বর ২০১৯, ১৮:৩০

দেশের অবৈধ রেল লেভেল ক্রসিং বন্ধ ও বৈধ রেল লেভেল ক্রসিং চিহ্নিত করে কাঁটাতারের বেড়ার নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। স্থানীয় সরকার সচিবসহ তিনজনকে এ ব্যাপারে অগ্রগতি জানাতে বলা হয়েছে।

রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া।

গত ২৪ নভেম্বর আইনজীবী একলাছ উদ্দিন ভুইয়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন। জনস্বার্থে আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলী রিট আবেদনটি করেন।

এরআগে গত ১৬ জুলাই ৭২ ঘণ্টার মধ্যে দেশের রেলওয়ের সব রেল লেভেল ক্রসিংয়ে গেটম্যান নিয়োগ ও অবৈধ লেভেল ক্রসিং বন্ধ করতে সরকারের সংশ্লিষ্টদের আইনি নোটিশ দিয়েছিলেন আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া।

ওই নোটিশের পর রিট আবেদনটি করেন তিনি।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুক্তির পর যে কারণে জাহাজ এমভি আবদুল্লাহকে ঘেরা হলো কাঁটাতারে
মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারত
X
Fresh