• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ থেকে ডাক্তার-ইঞ্জিনিয়ার নেবে জাপান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ১০ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৯
বাংলাদেশ ডাক্তার-ইঞ্জিনিয়ার জাপান

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, জাপান সরকার বাংলাদেশ থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশার জনবল নেবে। এ বিষয়ে জাপান ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। আগামী বছরের এপ্রিল মাস থেকে জাপান লোক নেওয়া শুরু করবে।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সরকারি সফর আলী কলেজের ছাত্র-ছাত্রী সংসদের নির্বাচিত নেতাদের অভিষেক ও নবীনবরণ অনুষ্ঠানে সোমবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাপান সরকারের কারিকুলাম অনুযায়ী নিজেকে যোগ্য হিসেবে তৈরি করেন জাপানে যাওয়ার জন্য। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে নানা কৌশলে যাওয়া গেলেও জাপান ও কোরিয়ায় অবৈধভাবে যাওয়া যাবে না।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ধান উড়ানো নিয়ে মামা-ভাগ্নের সংঘর্ষে আহত ৯
---------------------------------------------------------------

কোনো দুষ্টচক্র বা দালাল চক্রের ফাঁদে পা না দিয়ে জাপানি ভাষা শিখে জাপান যাওয়ার পরামর্শ দেন তিনি।

শাহরিয়ার আলম বলেন, জাপান সরকার নারায়ণগঞ্জের আড়াইহাজারের সাতগ্রাম এলাকায় জাপান ইপিজেড গড়ে তুলছে। এই ইপিজেডে আড়াইহাজারের মানুষ কাজ করে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে।

সরকারি সফর আলী কলেজের অধ্যক্ষ শাহিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সাংসদ নজরুল ইসলাম বাবু, উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন প্রমুখ।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের ৪০ বিজিপি সদস্যের বাংলাদেশে প্রবেশ
ঢাকা-ভাঙ্গা-রাজবাড়ী রুটের কমিউটার ট্রেনের উদ্বোধন
আজ থেকে ট্রেনে গুনতে হবে বাড়তি ভাড়া
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, বেতন ১ লাখ ১০ হাজার
X
Fresh