আরটিভি অনলাইন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৯, ১৪:০৬
আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৩
আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৩
স্ট্যামফোর্ড শিক্ষার্থীদের বিক্ষোভ (ভিডিও)
দ্বিতীয়দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পার মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় শিক্ষার্থীরা এই বিক্ষোভ করছে।
আজ শনিবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রাজধানীর ধানমণ্ডি ও সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি, রুম্পা হত্যাকাণ্ডের তিনদিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের রহস্যের কূল-কিনারা করতে পারেননি সংশ্লিষ্টরা। এ হত্যার সঙ্গে জড়িত যে বা যারা আছেন তাদের যেন দ্রুত আইনের আওতায় আনা হয়।
রুম্পার সহপাঠীরা বলেন, এই হত্যাকাণ্ডের একমাত্র বিচার মৃত্যুদণ্ড।
মানববন্ধন শেষে শিক্ষার্থী ও শিক্ষকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ধানমন্ডি ১৯ থেকে ১৫ নম্বর রোড পর্যন্ত প্রদক্ষিণ করেন।
এসএস