logo
  • ঢাকা মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১, ৫ মাঘ ১৪২৭

আদালতে এমন বিশৃঙ্খলা কোনোদিন দেখিনি: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ।। ছবি: সংগৃহীত
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার জামিন শুনানিতে আপিল বিভাগে বিএনপিপন্থি আইনজীবীদের হইচই ও হট্টগোলকে অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। একই সঙ্গে প্রধান বিচারপতি বরাবর আবেদনে এজলাস কক্ষে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। 

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই নম্বর হলে তাৎক্ষনিক এক সংবাদ সম্মেলনে এসব জানান তিনি।

মাহবুবে আলম বলেন, বঙ্গবন্ধু মেডিকেল (বিএসএমএমইউ) জানিয়েছে, আদালত যখন আমাদের আবেদনের প্রেক্ষিতে আগামী বৃহস্পতিবার দিন ধার্য করলেন, তখনই বিএনপিপন্থি আইনজীবীরা চরম হট্টগোল ও গণ্ডগোল শুরু করে। তারা আজ যে বিশৃঙ্খলা করেছে, এটা অভাবনীয়। আমাদের এই বয়সে আদালতে এমন বিশৃঙ্খলা কোনোদিন দেখিনি। 

তিনি বলেন, তারা আদালতকে একটি অবমাননাকর অবস্থানে নিয়ে গেছে। জনসভার মতোই হট্টগোল আদালতে করেছে। আদালতের ওপর অবৈধ চাপ সৃষ্টির জন্য তারা এসব কাণ্ড করেছে। এটা খুবই ন্যাক্কারজনক। 

এর আগে সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চে জিয়া চ্যারিট্যাবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিল শুনানি শুরু হয়।
শুরুতে অ্যাটর্নি জেনারেল মেডিকেল রিপোর্ট এবং শুনানির জন্য দুই সপ্তাহ সময় চান আদালতের কাছে। আদালত আগামী ১১ ডিসেম্বর মধ্যে মেডিকেল রিপোর্ট দাখিল এবং শুনানির জন্য ১২ ডিসেম্বর পর্যন্ত সময় দেন।

এসএস

RTV Drama
RTVPLUS