আরটিভি অনলাইন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৯, ১৭:৪৬
আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১৭:৫১
আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১৭:৫১
অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান

আগারগাঁও, ফার্মগেট, গুলশান, রামপুরা ও বনশ্রীতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মনিপুরি পাড়ায় একটি অবৈধ গ্যারেজ উচ্ছেদ করা হয়। এছাড়া ফুটপাতে অবৈধভাবে মোটরসাইকেল রাখার অপরাধে গুলশানের ৯০ নম্বর রোডে চারজনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া ফুটপাত দখল করে কাঠের গুঁড়ি রেখে পথচারী চলাচলে বাধাগ্রস্ত এবং ফুটপাত নষ্টের অপরাধে বেঙ্গল ডেভেলপারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বনশ্রী এলাকায় সড়ক দখল করে নির্মাণ সামগ্রী রাখার অপরাধে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসজে