• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আমাদের জানা মতে আইএস’র কোনও টুপি নাই: মনিরুল ইসলাম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ নভেম্বর ২০১৯, ১৬:৪৮
মনিরুল ইসলাম
কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন, আমাদের জানা মতে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কোনও টুপি নাই। আইএসের সৃষ্টি থেকে এ যাবৎ পর্যন্ত কোনও টুপি তারা তৈরি করেনি। তারপরও তাদের কোনও টুপি আছে কিনা তা বিশ্লেষণ করে দেখব।

আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে রায় পরবর্তী প্রতিক্রিয়া জানাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, এরকম টুপি এজলাসে কারও গাফলতির কারণে এসেছে কিনা তা খতিয়ে দেখা হবে।

তিনি বলেন, এ রায়ের মাধ্যমে সন্ত্রাসীরা একটা ম্যাসেজ পেল। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের কেউ সাহস পাবে না।

এর আগে দুপুর ১২টার দিকে রাজধানী ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান হলি আর্টিজান হামলা মামলার রায়ে সাত আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে আসামিদের যখন প্রিজন ভ্যানে তোলা হচ্ছিলো তখন দুইজনের মাথায় ইসলামিক স্টেটের লোগো সম্বলিত টুপি দেখা যায়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh