আরটিভি অনলাইন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৯, ১৯:৪৩
আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২০:৫৩
আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২০:৫৩
দামের গুজবে দোকান শূন্য লবণ!

রাজধানীর দক্ষিণ খানের একটি দোকান।
আরো পড়ুন: লবণ নিয়ে কারসাজি করলে জেলে : বাণিজ্যমন্ত্রী
--------------------------------------------------------------- অন্যদিকে, শিল্প মন্ত্রণালয়ের তথ্য বলছে, দেশে বর্তমানে সাড়ে ৬ লাখ মেট্রিক টনের বেশি ভোজ্য লবণ মজুদ রয়েছে। এর মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামের লবণ চাষিদের কাছে ৪ লাখ ৫ হাজার মেট্রিক টন এবং বিভিন্ন লবণ মিলের গুদামে ২ লাখ ৪৫ হাজার মেট্রিক টন লবণ মজুদ রয়েছে। দেশে প্রতি মাসে ভোজ্য লবণের চাহিদা কম-বেশি ১ লাখ মেট্রিক টন। অন্যদিকে লবণের মজুদ আছে সাড়ে ৬ লাখ মেট্রিক টন। সে হিসেবে লবণের কোনও ধরনের ঘাটতি বা সংকট হবার প্রশ্নই ওঠে না। উল্লেখ্য, লবণ সংক্রান্ত বিষয়ে তদারকির জন্য শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) প্রধান কার্যালয়ে ইতোমধ্যে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এর নম্বর হচ্ছে: ০২-৯৫৭৩৫০৫ (ল্যান্ড ফোন), ০১৭১৫-২২৩৯৪৯ (সেল ফোন)। লবণ সংক্রান্ত যে কোনও তথ্যের প্রয়োজনে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো। জিএ/এসএস