• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

বন্যা পরিস্থিতি

অনলাইন ডেস্ক
  ০৪ আগস্ট ২০১৬, ১০:৪৫

জামালপুরের উজানে যমুনার পানি কমলেও ভাটি অঞ্চলে বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্র নদের পানি। এতে পানিবন্দী হয়ে পড়েছেন সাত উপজেলার ৫০ ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষ। গবাদি পশু নিয়ে বিভিন্ন বাঁধ এবং উচু স্থানে আশ্রয় নিয়েছেন বন্যা দুর্গতরা। শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে জেলার ৭৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানের । তলিয়ে গেছে ১৮ হাজার ৫শ’ ৫০ হেক্টর জমির ফসল।

ভোলায় উজানের পানির তীব্র চাপে রিং বেড়ি ধসে রাজাপুর ও ইলিশা ইউনিয়নের ৫ গ্রাম প্লাবিত হয়েছে।

মানিকগঞ্জের বন্যাকবলিত এলাকায় সাপের উপদ্রুপ বেড়ে গেছে। সরকারের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম।

লালমনিরহাটে তিস্তার বামতীর রক্ষাবাঁধসহ বিভিন্নস্থানে আশ্রয় নেয়া মানুষজনের খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। দূর্গত এলাকার মানুষেরা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। মুন্সীগঞ্জে কমতে শুরু করেছে প্লাবিত গ্রামগুলোর বন্যার পানি।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh