• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

সংশয় ব্যাধিতে ভুগছে বিএনপি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জানুয়ারি ২০১৭, ১৬:৫২

আন্দোলন কর্মসূচি দিয়ে রাস্তায় নামার যোগ্যতা নেই বিএনপির। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে রাজধানীর মিরপুরে বিআরটিএ কার্যালয় পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলন কর্মসূচি দেয়। কিন্তু জনগণ তাতে সাড়া দেয় না। তাদের লিস্ট অনুযায়ী ৫শ’ ৯৫ জন নেতা আগে রাজপথে নামুক, নেমে দেখাক। সাধারণ মানুষের রাস্তায় নামার ইচ্ছে নেই। তাদেরই নামতে হবে।

তিনি বলেন, সব ব্যাপারে বিএনপির সংশয় কাজ করে। তারা সংশয় ব্যাধিতে ভুগছে। তারা আন্দোলনের ঘোষণা দিয়েছে, ভালো কথা। তাহলে তো মাঠ নেমে দেখাতে হবে। কিন্তু তাদের ডাকে কেউ রাজপথে নামবে না। আমরাও আন্দোলন করতে রাজপথে নেমেছি। ঘরে বসে থাকিনি।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির সঙ্গে সংলাপে বসার দরকার হলে বসবো। তারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছে। আলোচনা করে বলেছে, তারাও খুশি। এর মধ্যে এমন কি হলো তারা অখুশি হয়ে গেলো? রাষ্ট্রপতি নিজেই তাদের সঙ্গে সংলাপ করেছেন। এ প্রক্রিয়া শেষ হওয়ার আগে আমার পক্ষে কিছু বলা সম্ভব না।

এইচটি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh