• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

দলগুলোর প্রতি আলোচনার আহ্বান রাষ্ট্রপতির

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জানুয়ারি ২০১৭, ২২:৪৭

সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে। আলোচনা বা সংলাপ দলগুলোর মধ্যে মতপার্থক্য কমাতে পারে। গণতন্ত্রের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। মন্তব্য করলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

মঙ্গলবার খেলাফত মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আলাদাভাবে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য বৈঠক করে। সেখানে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতি কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবদুল হামিদ বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ-আলোচনার উদ্যোগ নিতে হবে।রাখতে হবে সক্রিয় ভূমিকা। গণতন্ত্রের জন্য এটি কার্যকর।

এদিন প্রথমে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদেরের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল প্রথমে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা নির্বাচন কমিশন গঠনে ৭ দফা প্রস্তাব করেন।

এরপর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাহী সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস ১০ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন। তারা নির্বাচন কমিশন গঠনে ২ দফা প্রস্তাব করেন।

কে/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh