• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

উত্তরে ১২ মার্কেট, ১৪১ ভবন ঝুঁকিপূর্ণ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জানুয়ারি ২০১৭, ১৮:৪৫

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১২ মার্কেট ও ১৪১ ভবন ঝুঁকিপূর্ণ। বললেন ডিএনসিসি মেয়র আনিসুল হক।

মঙ্গলবার দুপুরে গুলশান ২ এর ইউনিমার ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় প্রজেক্টরের মাধ্যমে ঝুঁকিপূর্ণ মার্কেট ও ভবন সম্পর্কে নানা তথ্য তুলে ধরেন মেয়র।

আনিসুল হক বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং রাজউকের ঘোষণা অনুযায়ী, ৩২১টি ভবন ঝুঁকিপূর্ণ। এ মধ্যে ১৪১টি ভবন উত্তর সিটি করপোরেশনে রয়েছে। ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো চিহ্নিত করেন বুয়েটের ইঞ্জিনিয়ার এবং ভবনগুলো চিহ্নিত করেন রাজউক ও উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তারা।

মেয়র বলেন, সবচে’ ঝুঁকির মধ্যে রয়েছে গুলশান ২’র কাঁচা-পাকা মার্কেট, খিলগাঁওয়ের কাঁচা মার্কেট, খিলগাঁও সুপার মার্কেট, কারওয়ান বাজার কাঁচা ও চিকেন মার্কেট, মোহাম্মদপুর টাউন হল মার্কেটসহ ১২টি। ঝুঁকির বিষয়ে মার্কেট কর্তৃপক্ষকে নোটিশ দিয়ে অবগত করা হয়েছে। তবে মার্কেটের ব্যবসায়ীরা কোনো তোয়াক্কা করছেন না।

তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থে আমরা এ‌ মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে আলোচনা করছি।

এমসি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh