• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

এমপি লিটনের আসনে উপ-নির্বাচন ২২ মার্চ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জানুয়ারি ২০১৭, ১৫:৪০

দুর্বৃত্তের গুলিতে নিহত গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের আসনে উপ-নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ২২ মার্চ নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার এ তথ্য জানান নির্বাচন কমিশনের সহকারি সচিব রাজীব আহসান। তিনি বলেন, প্রাথমিকভাবে ২২ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হতে পারে।

নির্বাচন কমিশনার জাবেদ আলী জানান, গাইবান্ধা-১ আসন শূন্য ঘোষণা করে গেজেট সংসদ সচিবালয় থেকে ইসিতে পৌঁছেছে সোমবার। সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে এ আসনে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

গেলো ৩১ ডিসেম্বর নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন গাইবান্ধা-১ আসনের এমপি মনজুরুল ইসলাম লিটন। এ ঘটনায় লিটনের ছোট বোন তাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh