• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

শিক্ষকদের অনশন ভাঙালেন দীপু মনি, আন্দোলন স্থগিত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ অক্টোবর ২০১৯, ২৩:২৮
শিক্ষকদের অনশন ভাঙালেন দীপু মনি, আন্দোলন স্থগিত
অনশন ভাঙাতে শিক্ষামন্ত্রী

প্রতিবছর শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী বছর থেকে প্রতিবছর এমপিওভুক্তির জন্য তালিকা তৈরি হবে। সে অনুযায়ী তাদের এমপিওভুক্ত করা হবে। বললেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ মঙ্গলবার রাত ৮টার পর শিক্ষামন্ত্রীর সরকারি বাসায় আন্দোলনরত শিক্ষক নেতাদের শরবত পান করিয়ে তাদের অনশন ভাঙানোর পর এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রীর এই আশ্বাসে শিক্ষকরাও এমপিওভুক্তির আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রতিবছর শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী বছর থেকে প্রতিবছর এমপিওভুক্তির জন্য প্রতিষ্ঠানের তালিকা তৈরি হবে। সে অনুযায়ী তাদের এমপিওভুক্ত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার সকাল সাড়ে ১১টার পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন এমপিওভুক্তির ঘোষণা দেবেন।

তিনি বলেন, শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদানের মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নেবেন এটিই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান। শিক্ষকদের প্রতিটি দাবিকে সরকার আমলে নিয়েছে। দাবি-দাওয়া পূরণে একটু সময় দিতে হবে। ধাপে ধাপে আমরা সবগুলো দাবিই পূরণ করা হবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সর্বাত্মক চেষ্টা করছি’
বিদ্যুৎ খাতে বরাদ্দ ৩৭ হাজার ৮৯৬ কোটি টাকা
মঙ্গলবার স্কুল খোলা বা বন্ধ থাকা প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী
‌‘সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অপরাধ করা ব্যক্তিদের ছাড় নয়’
X
Fresh