• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সীমান্তে গোলাগুলিতে এক বিএসএফ সদস্য নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ অক্টোবর ২০১৯, ২১:১১
সীমান্তে গোলাগুলিতে এক বিএসএফ সদস্য নিহত
ফাইল ছবি

বাংলাদেশ-ভারত সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গোলাগুলিতে এক ভারতীয় সীমান্ত রক্ষী নিহত হয়েছেন বলে দাবি করেছে সে দেশের কর্মকর্তারা।

আজ বৃহস্পতিবার রাজশাহীর চারঘাট উপজেলা সদরের বালুঘাট সীমান্ত এলাকায় পদ্মা নদীর মোহনায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

​ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দাবি, গুলিবিনিময়ের ঘটনায় তাদের এক সদস্য নিহত এবং আরেক সদস্য আহত হয়েছেন। তবে বিজিবির পক্ষ থেকে এখনো বিএসএফ-এর দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

রাজশাহী জেলা বিজিবির কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল ফেরদৌস মাহমুদ বিবিসি বাংলাকে বলেন, বিএসএফের কোনো সৈন্য নিহত হবার তথ্য প্রমাণ পায়নি বিজিবি।

স্থানীয় সূত্র জানায়, সীমান্ত পেরিয়ে পদ্মানদীতে কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকার করছিলেন তিন ভারতীয় জেলে। বিজিবি সদস্যরা এদের মধ্যে একজনকে আটক করেন। বাকি দু’জন পালিয়ে যান। পরে, বিএসএফ সদস্যরা এসে আটক জেলেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের খবরে বলা হয়, নিহত বিএসএফ জ্ওয়ানের নাম বিজয় ভান সিং। তিনি উত্তর প্রদেশের ফিরোজাবাদ জেলার চামারোলি গ্রামের বাসিন্দা। আহত জওয়ানের নাম রাজবীর সিং। তিনি এখন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
মহেশপুর সীমান্তে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ আটক ২
হিলিতে যাত্রীবাহী বাস থেকে এক কেজি কোকেন জব্দ
X
Fresh