logo
  • ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০, ১০ আশ্বিন ১৪২৭

মুসা বিন শমসেরের বিরুদ্ধে মামলা করেছে দুদক

  আরটিভি অনলাইন রিপোর্ট

|  ১৭ অক্টোবর ২০১৯, ২০:১৩ | আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ২০:২৩
জালিয়াতি করে গাড়ি আমদানি ও নিবন্ধনের অভিযোগে বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সেগুনবাগিচা দুদকের প্রধান কার্যালয়ে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা এক -এ মামলাটি করেন পরিচালক মীর জয়নুল আবেদীন। 

একই অভিযোগে বিআরটিএ কর্মকর্তা আইয়ুব আনছারী, গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান অটো ডিফাইন এর মালিক ওয়াহিদুর রহমানসহ ২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ২০১৪ সালে মূসার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারে অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। 

২০১৪ এবং ২০১৫ সালে দুই দফা দুদকে মূসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। ঐ সময় মূসা বলেন, সব তার বৈধ উপার্জন। দুদক অভিযোগপত্রে জানা যায়, মুসা বিন শমসেরের সুইস ব্যাংকে ১২ বিলিয়ন ডলার ‘ফ্রিজ’ অবস্থায় রয়েছে। সুইস ব্যাংকে ৯০ মিলিয়ন ডলার মূল্যের অলংকার জমা রয়েছে। এবং গাজীপুর ও সাভারে মূসার নামে প্রায় ১ হাজার ২০০ বিঘা সম্পত্তি রয়েছে। 

এসজে

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৫৫৪৯৩ ২৬৫০৯২ ৫০৭২
বিশ্ব ৩,২১,৯৬,৬৫৫ ২,৩৭,৫১,১৩৪ ৯,৮৩,৬০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়