• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সপ্তাহজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১৪
সপ্তাহজুড়ে ভারী বৃষ্টি

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উড়িষ্যা অতিক্রম করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় থাকায় উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় বিরাজমান রয়েছে। তাই সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদরা জানান, সেপ্টেম্বরে মৌসুমী বায়ুর প্রভাব কমে এলেও এবারের চিত্র অন্যান্য বছরের তুলনায় আলাদা। তাই এই সপ্তাহজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে রয়েছে ভারী বর্ষণের শঙ্কা। যে কারণে এসব অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, বৃষ্টিপাত হলেও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদিতে ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে রাস্তাঘাট
ধনী শহর হয়েও দুবাই কেন পানিতে তলিয়ে গেল
পাকিস্তানে ভারী বৃষ্টি-বজ্রপাতে ৩৯ জনের মৃত্যু
মৌসুমের শুরুতে যেখানে সর্বোচ্চ ভারী বৃষ্টিপাতের রেকর্ড
X
Fresh