logo
  • ঢাকা শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬ ফাল্গুন ১৪২৬

কোটি টাকা ও ৭২০ ভরি স্বর্ণ উদ্ধার, আ.লীগের দুই নেতা পলাতক (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০৮ | আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৯
আওয়ামী লীগ নেতা এনামুল হক ও রূপন ভূঁইয়া ক্যাসিনোর লাভের টাকা বাসায় রাখতেন। তবে অভিযানে তাদের আটক করা যায়নি। একজন থাইল্যান্ডে আছেন অপরজন পলাতক। জানালেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল।

আজ মঙ্গলবার দুপুরে র‌্যাবের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল ১০ টার পর আওয়ামী লীগের এই দুই নেতার বাড়িতে অভিযান শুরু করে র‌্যাব। এনামুল হক রাজধানীর গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আর রূপন ভূঁইয়া সাধারণ সম্পাদক।

র‌্যাব জানায়, অভিযানে নগদ এক কোটি টাকা ও ৭২০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

শাফিউল্লাহ বুলবুল বলেন, গোয়েন্দা তথ্য ছিল যে, ইংলিশ রোডে পাঁচটি ভল্ট বানানোর অর্ডার দেন এই দুইজন। সেই সূত্রে জানতে পারি এই বাসায় তিনটা ভল্ট আছে।

তিনি বলেন, আমাদের কাছে আরও তথ্য ছিল, এনামুল হক ওরফে এনু ও রূপন ভূঁইয়া ক্যাসিনোর শেয়ারহোল্ডার। ক্যাসিনোর লাভের টাকা তারা বাসায় নিয়ে রাখতেন। নগদ টাকা রাখলে অনেক জায়গার প্রয়োজন হয় তাই তারা টাকা দিয়ে স্বর্ণ কিনে রাখতেন।

তিনি আরও বলেন, অভিযানে পাঁচটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো দিয়ে তারা স্থানীয় লোকদের ভয়ভীতি দেখাতেন।

এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়