• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ভোটার তালিকায় রোহিঙ্গা : ইসি কর্মকর্তা আটক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৯
ইসি কর্মকর্তা আটক
ভোটার তালিকায় রোহিঙ্গা : ইসি কর্মকর্তা আটক

রোহিঙ্গাদের ভোটার করার অপচেষ্টায় জড়িত থাকার অভিযোগে শাহানুর মিয়া নামে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের এক কর্মকর্তাকে আটক করা হয়েছে।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন ভবন থেকে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ তাকে আটক করে।

ইসির যুগ্ম সচিব ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) আবদুল বাতেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিকেলে নির্বাচন ভবন থেকে ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করে। রোহিঙ্গাদের ভোটার করার অপচেষ্টার সঙ্গে তার বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তিনি জানান, শাহানুর এনআইডি অনুবিভাগে টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে কর্মরত।

এর আগে চট্টগ্রামের ডাবলমুরিং থানার ইসি কার্যালয়ের অফিস সহায়ক জয়নালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে, নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম জানিয়েছেন, রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অপচেষ্টায় জড়িত নির্বাচন কমিশনের (ইসি) ১৫ জন কর্মকর্তা-কর্মচারী। এদের বেশিরভাগই ইতোমধ্যেই বিভিন্ন অপরাধে চাকরিচ্যুত।

তিনি বলেন, রোহিঙ্গাদের ভোটার করার কাজে যারা জড়িত তাদের ধরতে আমরা ফাঁদ পাতি। আর সেই ফাঁদে একটি চক্র ধরা পড়ে। সামরিক বাহিনীতে আমরা যেটা অ্যামবুশ বলি। আমাদের ডাবলমুরিং থানা নির্বাচন অফিসের কর্মচারী জয়নালকে প্রথমে চিহ্নিত করা হয়। এরপর অন্যদের চিহ্নিত করা হয়েছে। এই সংখ্যাটা ১৫ জনের অধিক হবে না।

তিনি আরও বলেন, যারা এই অপচেষ্টার সঙ্গে জড়িত, তাদের বেশিরভাগই ইসি থেকে আগেই চাকরিচ্যুত হয়েছেন। তারা ইসির বিভিন্ন প্রকল্পে কাজ করতেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন ৫ জুন
দ্বিতীয় ধাপে ২০৫৫ জনের মনোনয়নপত্র দাখিল
‘উপজেলা পরিষদ নির্বাচন উৎসব মুখর পরিবেশে হবে’
প্রথম ধাপের উপজেলা ভোটে বৈধ প্রার্থী ১৭৮৬ জন
X
Fresh