• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সমস্যা চিহ্নিত করে সমাধান করতে হবে জনপ্রতিনিধিদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জানুয়ারি ২০১৭, ১০:৫৪

জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়ে বসে থাকলে হবে না। নিজ জেলার জনদুর্ভোগ আর সমস্যা চিহ্নিত করে সমাধান করতে হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে গণভবনে জেলা পরিষদের চেয়ারম্যানদের শপথ গ্রহণ শেষে তিনি একথা বলেন।

শেখ হাসিনা বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আজ আপনারা শপথ নিয়েছেন। আপনাদের ওপর অর্পিত দায়িত্ব সততা এবং নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। দেশের উন্নয়নের কাজ যথাযথভাবে করতে হবে।

তিনি বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের সুফল মানুষ পাচ্ছে। জাতির পিতা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। কিভাবে দেশকে এগিয়ে নিতে হয় উন্নয়ন করতে হয় সে পথও দেখিয়ে গেছেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশ গড়তে জনগণের সেবা করতে ক্ষমতায় আসি। কখনও ভোগ করতে নয়। আওয়ামী লীগ দেশের উন্নয়ন করে সেটা প্রমাণিত। অন্যরা ক্ষমতায় এসে কি করে সেটাও দেশের মানুষ জানে। জাতির পিতার স্বপ্ন ছিল সোনার বাংলা গড়া। আমরা সে পথে এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই। সে পথেই আওয়ামী লীগ সরকার এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এর গতি যেন থেমে না যায়।

আমরা জাতির পিতার সোনার বাংলা গড়ে মানুষের মুখে হাসি ফোটাবো। আমাদের লক্ষ্য ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়া।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh