• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

‘বন্যা মোকাবেলায় সরকারের কার্যকর পদক্ষেপ নেই’

অনলাইন ডেস্ক
  ০২ আগস্ট ২০১৬, ১৬:২৯

অনলাইন ডেস্ক: উত্তরাঞ্চলের বন্যা মোকাবেলা ও দুর্গত মানুষের সাহায্যার্থে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ নেই বলে অভিযোগ করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বলেন, খাদ্য, সুপেয় পানি ও ওষুধের অভবে বন্যাকবলিত মানুষ চরম দুর্ভোগে পড়েছে। অথচ দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলায় সরকার নির্লিপ্ত ও উদাসীন। দুর্গতদের জন্য ত্রাণ তৎপরতায় সরকার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।

খালেদা জিয়া বলেন, ‘ভয়াবহ বন্যায় মানুষের প্রাণহানি, বাড়িঘর বিধস্ত, ফসলি জমি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে দেশবাসির মতো আমিও গভীরভাবে মর্মাহত’।

তিনি বলেন, সরকারের সর্বনাশা নীতির কারণেই বেহাল রাস্তাঘাট, অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট। লাগামহীন দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, অসহনীয় মুদ্রাস্ফীতিতে দেশ আজ বিপন্ন। এমন পরিস্থিতর মধ্যে বন্যার ভয়াবহতা মানুষকে চরম সংকটের দিকে ঠেলে দেবে।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh