• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo

জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী হলেন আছাদুজ্জামান মিয়া

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৭
জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী হলেন আছাদুজ্জামান মিয়া
ফাইল ছবি

বিদায়ী ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াকে মন্ত্রী পরিষদ বিভাগের অধীনে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. ওলিউর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী ১৪ সেপ্টেম্বর তিনি এ পদে যোগ দেবেন। ১৩ সেপ্টেম্বর তার ডিএমপি কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হবে।

এ নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। একইসঙ্গে জনস্বার্থের এই আদেশ শিগগির বাস্তবায়ন করা হবে।

গত সাড়ে চার বছর ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করার পর ১৪ আগস্ট থেকে একই পদে এক মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান আছাদুজ্জামান মিয়া।

ডিএমপির কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। ডিএমপির ইতিহাসে তিনি দীর্ঘ সময় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাক্ষাৎ
সংসদ অধিবেশন শুরু
সংসদ বসছে আজ
সংসদ বসছে বৃহস্পতিবার
X
Fresh