• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

জাপানে বিনা খরচে কর্মী পাঠানোর সুযোগ পেল বাংলাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ আগস্ট ২০১৯, ১৮:২৮
বিনা খরচে জাপান যাবে বাংলাদেশি কর্মী
চুক্তি স্বাক্ষরের ছবি

জাপানে ১৪টি খাতে বিনা খরচে দক্ষ বাংলাদেশি কর্মী পাঠানোর সুযোগ সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার টোকিওতে দুই দেশের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।

বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রওনক জাহান এবং জাপানের বিচার বিষয়ক মন্ত্রণালয় অধীন ইমিগ্রেশন সার্ভিস এজেন্সির কমিশনার সোকো সাসাকি নিজ নিজ দেশের পক্ষে স্বাক্ষর করেন। আগামী পাঁচ বছরে সাড়ে তিন লাখ বিদেশি কর্মী নেবে দেশটি।

অনেক দিন ধরেই জাপানের কর্মী আমদানির তালিকায় প্রবেশের চেষ্টা করছে বাংলাদেশে সরকার। সবশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

শিল্পকারখানা, নির্মাণকাজ, কৃষি, অটোমোবাইল, সেবাদানকারীসহ ১৪টি খাতে দক্ষ পাঁচ বছরে জনশক্তি নেবে জাপান। আগে থেকেই জাপানের জনশক্তি নেওয়ার তালিকায় আছে চীন, ইন্দোনেশিয়া, নেপাল, মিয়ানমার, ফিলিপাইন, মঙ্গোলিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম। এবার এ তালিকায় যুক্ত হলো বাংলাদেশ।

চুক্তি স্বক্ষরের বিষয়ে সচিব রওনক জাহান বলেন, এ চুক্তির ফলে আনুষ্ঠানিকভাবে বড় আকারে জাপানের শ্রম বাজারে বাংলাদেশ সুযোগ পেল, যা দুই দেশের জন্য লাভজনক হবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
মন্ত্রী-এমপিদের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী
বাসায় ফিরলেন খালেদা জিয়া
X
Fresh