• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সারাদেশে আজ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৪ আগস্ট ২০১৯, ২০:৫৮
দুর্ঘটনা

দেশের কয়েকটি জেলায় শনিবার সড়ক দুর্ঘটনায় মারা গেছে ১৪ জন। এর মধ্যে ফরিদপুরে আলাদা দুটি দুর্ঘটনায় নিহত হয়েছে ১১জন। এছাড়া সাভার, বগুড়া ও ঠাকুরগাঁওয়ে একজন করে মোট তিনজন মারা গেছে।

আমাদের ফরিদপুর প্রতিনিধি জানিয়েছেন, ফরিদপুরে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১১জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। দুপুরে ফরিদপুর সদর উপজেলার ধুলদী এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ৫ যাত্রী। হাসপাতালে নেয়ার পথে একজন ও পরে আরো ৩ জন মারা যায়।

এছাড়া জেলার নগরকান্দা উপজেলার তালমার মোড়ে যাত্রীবাহী বাসচাপায় দু্ই পথচারী নিহত হয়েছেন।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন মারা গেছেন। সকালে উপজেলার রহবল এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হন আরো অন্তত ৫ যাত্রী।

নবীনগর-চন্দ্রা মহাসড়কের সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় বাসচাপায় মঞ্জুরুল ইসলাম নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করেছে পুলিশ।

ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের বি-আখড়া নামক স্থানে নৈশ্যকোচ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৪ জন।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বউভাতে গিয়ে দুর্ঘটনা, একে একে মারা গেলেন ৩ ভাই
কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেল ২ সবজি বিক্রেতার 
ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
ডিএসসিসির ময়লার গাড়িচাপায় কিশোর নিহত
X
Fresh