• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

তিন বিচারপতিকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ আগস্ট ২০১৯, ১৯:১৩

হাইকোর্টের তিন বিচারপতিকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ছুটির আবেদন করেছেন ওই তিনজন বিচারপতি।

আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়া হয়।

‘অসদাচরণের’ জন্য তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলমান থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিন বিচারপতি হলেন, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি একেএম জহিরুল হক।

আজ আদালতের নিয়মিত কার্যতালিকায় এ তিন বিচারপতির নাম ছিল না।

সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ও মুখপাত্র মো. সাইফুর রহমান সাংবাদিকদের জানান, প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের সাথে পরামর্শের পর তিন বিচারপতিকে বিচারিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এদিকে তিন বিচারপতি ছুটি চেয়ে আবেদন করেছেন বলেও জানান সাইফুর রহমান।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষিজমি বিনষ্টকারীদের বিরুদ্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তা মানা হবে না: হাইকোর্ট
বৃহস্পতিবার স্কুল-কলেজ খোলা না বন্ধ, যা জানাল মন্ত্রণালয়
ড. ইউনূসের বিরুদ্ধে রংপুরের মামলা হাইকোর্টে স্থগিত
লাশের সুরক্ষা আইন প্রণয়নে হাইকোর্টের রুল
X
Fresh