• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

কুমিল্লার মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল এক বছর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ আগস্ট ২০১৯, ১৯:১০
কুমিল্লার মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল এক বছর
কুমিল্লার মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল এক বছর ।। ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে মানুষ হত্যার অভিযোগে করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেয়া জামিনের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে, গেল ৬ মার্চ এই মামলায় হাইকোর্টের একই বেঞ্চ খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দিয়েছিলেন।

উল্লেখ্য, ২০১৫ সালের প্রথম দিকে ২০ দলীয় জোটের অবরোধ চলার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে দুষ্কৃতিকারীদের ছোড়া পেট্রলবোমায় একটি বাসের কয়েকজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান। পরে এ ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা করা হয় এবং পরে ও খালেদা জিয়াকে মামলার আসামি দেখানো হয়।

আরো পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত আজ
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে যাওয়া প্রসঙ্গে যা বললেন আইনমন্ত্রী
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত মঙ্গলবার
খালেদা জিয়াকে বিদেশ নিতে ফের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন
X
Fresh