• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ আগস্ট ২০১৯, ১৭:৩৬

ঈদের ছুটিতে সারা দেশের হাসপাতালগুলোতে নতুন ডেঙ্গু রোগীর ভর্তির হার কিছুটা কমে এলেও এখন তা আবার বাড়তে শুরু করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯২৯ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এরমধ্যে ৮১১ জন নতুন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, আর ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১ হাজার ১১৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ হাজার ২৮০ জন। এরমধ্যে ৪০ হাজার ৬৭০ জন চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। আর এখনও হাসপাতালে ভর্তি আছেন ৭ হাজার ৫৭০ জন।

এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে আছেন ৩ হাজার ৯১০ জন, অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ৬৬০ জন।

---------------------------------------------------------------
আরো পড়ুন: পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা
---------------------------------------------------------------

সরকারি হিসেবে চলতি বছর এপ্রিলে ৫৮ জন, মে মাসে ১৯৩ জন, জুনে ১৮৮৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জুলাই মাসে তা ১৬ হাজার ২৫৩ জনে পৌঁছায়। আর অগাস্টের ১৪ দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ হাজার ৮১৯ জন।

এছাড়া চট্টগ্রাম বিভাগে ২০৯ জন, খুলনা বিভাগে ১৫১ জন, রংপুর বিভাগে ৮১ জন, রাজশাহী বিভাগে ১৩০ জন, বরিশাল বিভাগে ১৭১ জন, সিলেট বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ৫৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত, এসআই হাসপাতালে
ছটফট করতে করতে মারা গেলেন স্বামী-স্ত্রী
র‍্যাগ ডে শেষে কলেজছাত্রীরা হাসপাতালে 
হাসপাতালে মরদেহ ফেলে পালিয়ে গেলেন স্বামী
X
Fresh