• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দম ফেলার সময় নেই কামারপাড়ায় (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ আগস্ট ২০১৯, ১৭:৩৭

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। তাই ব্যস্ততা বেড়েছে কামারদের। কুরবানির প্রধান অনুষঙ্গ দা, বটি, ছুরি। এসব ছাড়া তো আর কুরবানি হয় না। তাই এগুলো শান দিতে আর বিক্রি করতে কামারপাড়ার কামাররা দিন-রাত এতটাই ব্যস্ত যে দম ফেলার সময় নেই।

অন্য সময়ের তুলনায় চাহিদা বেশি থাকায় শান দেয়ার মজুরি ও দামও কিছুটা বেশি হলেও ঈদের আনন্দের কাছে ভাটা পড়েছে সে আক্ষেপ। কামারদের দাবি ঈদের বাজার হিসেবে দাম ঠিকই আছে।

রাজধানীর কামারশালা ঘুরে এমন অবস্থা দেখা গেছে। এতটুকু অবসর নেই কামারপাড়ার মানুষগুলোর।

কামারদের আয়ের সবচেয়ে বড় এই মৌসুমে কেউ হাতুড়ি পেটাচ্ছেন, কেউ বা শান দিচ্ছেন। বাড়তি আয়ের আশায় অতিরিক্ত সময় কাজ করছেন কামাররা।

কাজের চাপে কামাররা কষ্ট করে বেশি পরিশ্রমে ক্রেতাদের চাহিদা পূরণ করছেন, তাই খরচা একটু বেশি লাগলেও আত্মতুষ্টিতে ক্রেতারা।

চাহিদা বেড়ে যাওয়ায় আগে থেকেই তৈরি করে রাখা ধারালো সরঞ্জামের বাজার অনেক জমজমাট। দাম নিয়ে খুব একটা অভিযোগ নেই ক্রেতাদের।

ঈদ যত ঘনিয়ে আসবে বেচা-বিক্রি ততই বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh