• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জামিন হলো না মিন্নির

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ আগস্ট ২০১৯, ১৭:৪৭
আয়শা সিদ্দিকা মিন্নি
আয়শা সিদ্দিকা মিন্নি ।। ফাইল ছবি

রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী থেকে আসামি হওয়া রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি হাইকোর্ট থেকে জামিন পাননি।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) মিন্নির পক্ষে করা জামিন আবেদনের ওপর শুনানি হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে অনুষ্ঠিত হয়। শুনানির সময় মিন্নির আইনজীবীরা জামিন আবেদন করেন।

আদালত এসময় জামিন কেন দেয়া হবে না- সে বিষয়ে রুল জারি করতে চাইলে এর বিরোধিতা করেন মিন্নির আইনজীবীরা। এরপর তারা জামিন আবেদন প্রত্যাহার করে নেন।

এর আগে গেল ৫ আগস্ট মিন্নির জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।

আদালতে মিন্নির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না ও মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোরও উপস্থিত ছিলেন।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ঈদযাত্রায় লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ
---------------------------------------------------------------
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির শুনানি করেন।

মিন্নি একজন নারী এবং তিন অসুস্থ এ বিবেচনায় জামিন আবেদন করেন তার আইনজীবী। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ রিফাত হত্যায় মিন্নির সংশ্লিষ্টতা রয়েছে দাবি করে জামিনের বিরোধিতা করে। পরে আদালত জামিন দিতে রাজি না হওয়া জামিন আবেদন ফেরত দিতে বললে আদালত জামিন আবেদন ফেরত দেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh