• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রক্ত পরীক্ষা ছাড়া ঈদে ঢাকার বাইরে না যাওয়ার অনুরোধ প্রধানমন্ত্রীর: কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ আগস্ট ২০১৯, ১৪:১২
রক্ত পরীক্ষা
রক্ত পরীক্ষা ছাড়া ঈদে ঢাকার বাইরে না যাওয়ার অনুরোধ প্রধানমন্ত্রীর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, কারো জ্বর হলে রক্ত পরীক্ষা ছাড়া ঈদে ঢাকার বাইরে না যাওয়ার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সকালে লন্ডন থেকে দেশে ফিরে আসা প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাতের পর দুপুরে ধানমণ্ডি ৩২- এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাজধানী থেকে মানুষ বাড়ি যেতে শুরু করায় সতর্কতা হিসেবে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান বলে মন্ত্রী উল্লেখ করেন।

এছাড়া আক্রান্তদের আতঙ্কিত না হয়ে যথাযথ চিকিৎসা নেয়ার পরামর্শ দেন ওবায়দুল কাদের। এছাড়া ডেঙ্গু মোকাবিলায় প্রত্যেককে নিজ অবস্থান থেকে সহযোগিতা করারও আহ্বান জানান ওবায়দুল কাদের।

সরকারি হিসাব অনুযায়ী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৩ জনের।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩২৩৪০ জন। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২৩৬১০ জন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের
জনগণের জানমাল রক্ষার্থে বিএনপির সমাবেশের দিনে কর্মসূচি দিই: কাদের
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
দেশবিরোধী অপশক্তি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে : কাদের
X
Fresh