logo
  • ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০, ৬ ফাল্গুন ১৪২৬

বিদায়বেলায় দুই ব্যর্থতা স্বীকার করলেন ডিএমপি কমিশনার

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৮ আগস্ট ২০১৯, ১৩:৫০ | আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ১৩:৫৬
ডিএমপি কমিশনার
বিদায়বেলায় দুই ব্যর্থতা স্বীকার করলেন বিদায়ী ডিএমপি কমিশনার ।। ছবি: সংগৃহীত
পুলিশে চাকরির শেষ কার্যদিবসে নিজের সাফল্য ও ব্যর্থতার কথা তুলে ধরেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি ডিএমপি কমিশনার হিসেবে প্রায় চার বছর সাত মাস থাকার সময় দু’টি ব্যর্থতার কথা জানালেন।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, ১ হাজার ৬৮০ দিনের কমিশনার থাকাকালীন দুই জায়গায় ব্যর্থতার আক্ষেপ রয়েছে। একটি হচ্ছে,  থানায় যে সেবা প্রত্যাশা করেছে জনগণ, তা আমরা অনেকাংশে পূরণে ব্যর্থ হয়েছি। অপরটি হচ্ছে যানজট। ঢাকায় সিগন্যাল ব্যবস্থা একটি সংস্থা দেখাশোনা করে, পানি জমলে আরেকজনের সাহায্য নিতে হয়। এসবের কারণে যানজট নিরসন পুরোপুরি সম্ভব হয়নি। তবে এ দায় শুধু ডিএমপির নয়। এছাড়া এর সঙ্গে আমাদের আইন না মানার সংস্কৃতি অন্যতম আরেকটি কারণ। এক্ষেত্রে শত প্রচেষ্টা সত্ত্বেও আমরা সফল হতে পারিনি।

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়