• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ঈদের অগ্রিম টিকিট বিক্রির শেষদিনে উপচে পড়া ভিড় (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ আগস্ট ২০১৯, ১১:১৯

পবিত্র ঈদুল আজহার আগাম টিকিট বিক্রির আজ শুক্রবার শেষ দিনে কমলাপুর রেলস্টেশনে টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

শুক্রবার বিক্রি করা হচ্ছে ঈদের আগের দিন অর্থাৎ ১১ আগস্টের টিকিট।

সকাল ৯টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। কাঙ্খিত টিকিট পেতে অনেকেই গতকাল রাত থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন। সরকারি বেসরকারি চাকুরিজীবীদের বেশির ভাগই ঈদের আগের দিনেই বাড়ি যাবেন। সেজন্য আজ ভিড়ও বেশি।

কাউন্টার ও অনলাইন মিলে ৩৭টি আন্তঃনগর ট্রেনের ২৭ হাজার ৮৫৫ টিকিট বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের তথ্য মতে, টিকিট বিক্রির পঞ্চম দিন আজ শুক্রবার ১১ আগস্টের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। একজন ব্যক্তি জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।

টিকিট প্রত্যাশী তামিম বলেন, বৃহস্পতিবার রাত ২টায় স্টেশনে এসে লাইনেই দাঁড়িয়েছি। অপেক্ষা যেন শেষ হচ্ছে না।

কমলাপুর রেলস্টেশনে অনিয়ম ও বিশৃঙ্খলা রোধে কাজ করছে আনসার, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ, আর্মড পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভিডিও করার সময় ট্রেনের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু
কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্ম থেকে মরদেহ উদ্ধার
ঢাকা-ভাঙ্গা-রাজবাড়ী রুটের কমিউটার ট্রেনের উদ্বোধন
শনিবার থেকে ট্রেনে বাড়তি ভাড়া, কোন রুটে কত
X
Fresh