• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

এক রাতে রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ জুলাই ২০১৯, ০৮:৫৫
বন্দুকযুদ্ধ
রাজধানীতে কথিত বন্দুকযুদ্ধে নিহত ২

রাজধানীর বাড্ডা ও মিরপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে।

বুধবার (২৪ জুলাই) মধ্য রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহারাজ (৪০) নামে এক মাদকবিক্রেতা ও নাজমুল হাসান ওরফে ব্যাঙ্গা বাবু (৩৮) নামে এক সন্ত্রাসী।

র‍্যাব -১ এর এএসপি কামরুজ্জামান বলেন, বাড্ডার সাঁতারকুল পাঁচখোলা এলাকায় মাদকবিক্রেতা অবস্থান করছে বলে খবর আসে। ঘটনাস্থলে গেলে আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। আমরাও পাল্টা গুলি করি। একপর্যায়ে তারা পিছু হটে। পরে তল্লাশি চালিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে ৩টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও জানান, তিন হাজার পিস ইয়াবা, একটি শর্টগান, একটি শ্যুটারগান, কয়েকটি ম্যাগজিন, ও একটি মোবাইল ফোন ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

অপরদিকে র‍্যাব-৪ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুল ইসলাম জানান, শাহআলী থানাধীন মিরপুর বেড়িবাঁধ এলাকায় কয়েকজন শীর্ষ সন্ত্রাসী অবস্থান করছে বলে খবর আসে। র‍্যাব গেলে তারা গুলি করে। র‍্যাবও পাল্টা গুলি করলে একজন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩
সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ
X
Fresh