logo
  • ঢাকা সোমবার, ২৬ আগস্ট ২০১৯, ১১ ভাদ্র ১৪২৬

ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২২ জুলাই ২০১৯, ১৪:৪৪ | আপডেট : ২২ জুলাই ২০১৯, ১৫:১৫
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ।। ফাইল ছবি
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের কটূক্তি করার অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা হয়। 

bestelectronics
বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে আজ সোমবার (২২ জুলাই) বিচারক আস-শামস জগলুল হোসেনের আদালতে এ মামলা করেন গৌতম কুমার এডবর নামক এক সমাজসেবক। এ বিষয়ে আদালত কোনও আদেশ দেননি। 

তাকে আইনগত সহায়তা করেন অ্যাডভোকেট সুমন কুমার রায়। 
তিনি জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।

মামলার অভিযোগ, গেল ১৯ জুলাই ফেসবুকে ব্যারিস্টার সাইদুল হক সুমন হিন্দু ধর্মালম্বীদের নিয়ে কটূক্তি করেন। তার ‘আপত্তিকর ও উসকানিমূলক’ বক্তব্য হিন্দু সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। এর কারণে আইনশৃঙ্খলা বিঘ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে পৃথক আইনে মামলার প্রস্তুতির কথা গতকালই জানান হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন কুমার রায়। সেসময় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেই বিষয়টি জানান।

এসএস

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়