logo
  • ঢাকা রবিবার, ১৮ আগস্ট ২০১৯, ৩ ভাদ্র ১৪২৬

ঢাকায় প্রিয়া সাহার বাড়ির সামনে বিক্ষোভ

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২১ জুলাই ২০১৯, ১০:৩০ | আপডেট : ২১ জুলাই ২০১৯, ১০:৪৫
প্রিয়া সাহা ও ডনাল্ড ট্রাম্প
ঢাকায় প্রিয়া সাহার বাড়ির সামনে বিক্ষোভ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ করায় প্রিয়া সাহার ঢাকার বাড়ির সামনে বিক্ষোভ করেছেন একদল যুবক।

bestelectronics
গতকাল শনিবার (২০ জুলাই) দুপুরে ‘সচেতন ছাত্র সমাজ’ ব্যানারে তারা ধানমণ্ডিতে প্রিয়া সাহার বাড়ির সামনে মানববন্ধন করেন।

মানববন্ধনে অংশ নেয়া যুবকরা বলেন, প্রিয়া সাহা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। প্রিয়া সাহা সংখ্যালঘুদের কথা চিন্তা করে নয়, তিনি তার দুই মেয়ে আমেরিকা প্রবাসী তাদের নাগরিকত্ব পেতে ট্রাম্পের কাছে অভিযোগ করেছেন। ৩ কোটি ৭০ লাখ সংখ্যালঘু খুন ও গুমের যে তথ্য দিয়ে তিনি ট্রাম্পের কাছে নালিশ করেছেন, তা মানা যায় না।

গেল ১৭ জুলাই হোয়াইট হাউজে গিয়ে ডনাল্ড ট্রাম্পকে প্রিয়া সাহা বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা মৌলবাদীদের নিপীড়নের শিকার হচ্ছেন। ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিখোঁজ হয়েছেন।

এসএস

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়