logo
  • ঢাকা রবিবার, ১৮ আগস্ট ২০১৯, ৩ ভাদ্র ১৪২৬

ঢাবিতে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২১ জুলাই ২০১৯, ০৯:১১ | আপডেট : ২১ জুলাই ২০১৯, ১১:৪৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার দা সূর্যসেন হলের সামনে এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। 

bestelectronics
শনিবার (২০ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার দা সূর্যসেন হলের গেটে এ ঘটনা ঘটে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার ডান পায়ের উরুতে গুলি লেগেছে। 

গুলিবিদ্ধ ওই ছাত্রলীগ নেতার নাম মেশকাত হোসেন। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণ সম্পাদক।

সূর্যসেন হল ছাত্র সংসদের ভিপি মারিয়াম জামান খান সোহান বলেন, হলে ঢোকার সময় তার পা থেকে রক্ত বের হতে দেখতে পাই। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

তবে তিনি মেশকাত কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন সে বিষয়ে কিছু জানাননি তিনি।

এ বিষয়ে সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মকবুল হোসেন বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে ঠিকমতো এখনো জানি না। একজন হলের শিক্ষককে ঢাকা মেডিকেলে পাঠিয়েছি। তিনি ব্যাপারটা জেনে জানাবেন।

এসএস

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়