• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

বেড়েই চলেছে আদা, রসুন ও কাঁচা মরিচের দাম (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ জুলাই ২০১৯, ১৬:৩৪

বন্যার কারণে কয়েকগুণ বেড়েছে কাঁচা মরিচের ঝাল। বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। এছাড়া বাজারে সব ধরনের শাক-সবজির দাম কম করে হলেও ১০ থেকে ২০ টাকা বেড়েছে। আর পেঁয়াজ কেজিতে তিন টাকা কমলেও আদা-রসুনে বেড়েছে সাত থেকে আট টাকা করে। বিক্রেতারা বলছেন, ভারী বৃষ্টি ও বন্যার প্রভাবে বেড়েছে এসবের দাম।

দুই সপ্তাহ আগেও কাঁচা মরিচের দাম ছিলে ৩০ টাকা কেজি। এক সপ্তাহ আগে ৮০ টাকা থাকলেও সপ্তাহের ব্যবধানে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়।

বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। শসা ৮০, বেগুন ৭০, করলা, কাকরোল, ঢেঁড়স, বড়বটি ৬০, ধুন্ধল ও পটল ৫০, চিচিঙ্গা ও পেঁপে ৪০ থেকে ৫০, গাজর ৭০ থেকে ৮০, টমেটো ১১০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। বেড়েছে, লাউ-কুমড়ার দামও। বেড়েছে লাল ও কলমিসহ সব ধরনের শাকের দাম।

পেঁয়াজ ৫০ ও ৩৮ থেকে কমে ৪৫ ও ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে বেড়েছে আদা ও রসুনের দাম।

শাক-সবজিসহ নিত্যপণ্যের দাম নাগালে রাখতে, সরকারকে আরো বেশি উদ্যোগী হওয়ার আহ্বান জানালেন ক্রেতারা।

পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাংনীতে ইসতিসকার নামাজ আদায়
কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারককে যা বললেন মিল্টন সমাদ্দার
মিল্টন সমাদ্দার রিমান্ডে
মনোনয়নপত্র নিতে প্রার্থীর বাড়িতে লোক পাঠালেন রিটার্নিং কর্মকর্তা
X
Fresh