• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

১১ জানুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে বসবে আওয়ামী লীগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ জানুয়ারি ২০১৭, ২১:৫৬

নির্বাচন কমিশন পুর্নগঠনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংলাপ ১১ জানুয়ারি।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, সোমবার আওয়ামী লীগ ও অপর ৫টি রাজনৈতিক দলের অফিসের ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে।

তিনি জানান, রাষ্ট্রপতি আসছে ৮ জানুয়ারি গণতন্ত্রী পার্টি ও গণফোরাম, ৯ জানুয়ারি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, জাতীয় সমাজতান্ত্রিক দল এবং ইসলামী আন্দোলন এবং ১১ জানুয়ারি আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করবেন।

ফেব্রুয়ারিতেই বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাবে। তাই নিবন্ধনকৃত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার উদ্যোগ নেন রাষ্ট্রপতি। এর অংশ হিসেবে রাষ্ট্রপতি গেলো ১৮ ডিসেম্বর প্রথম বিএনপির সঙ্গে আলোচনা করেন।

প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের নিয়োগ দেয়ার আগে সংবিধানের ১১৮ ধারা মোতাবেক এ আলোচনা করেন তিনি।

পরে জাতীয় পার্টি, এলডিপি, জাসদ, কৃষক শ্রমিক জনতা লীগ, ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট, ইসলামী ঐক্যজোট এবং জাতীয় পার্টির (মঞ্জু) সঙ্গেও আলোচনা করেন রাষ্ট্রপতি।

মঙ্গলবার তরিকত ফেডারেডশন এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সঙ্গে রাষ্ট্রপতির আলোচনার দিনক্ষণ নির্ধারিত রয়েছে।

এছাড়া ৪ জানুয়ারি বাংলাদেশের সাম্যবাদী দল, ৫ জানুয়ারি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং ৭ জানুয়ারি বিকল্প ধারা বাংলাদেশ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসবি) সঙ্গে রাষ্ট্রপতির আলোচনা হবে।

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh