logo
  • ঢাকা রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯, ১ পৌষ ১৪২৬

বুড়িগঙ্গা তীরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ (ভিডিও)

শাহাবুদ্দিন শিহাব
|  ১৬ জুলাই ২০১৯, ২০:৫০ | আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২১:৪০
নদীর দখলদার যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে দিয়েছে বিআইডব্লিউটিএ। চতুর্থ পর্বের অষ্টম দিনে মঙ্গলবার বুড়িগঙ্গার তীর থেকে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বসুন্ধরা ও অপসোনিন কোম্পানির মালামাল নিলাম করে ৭৮ লাখ টাকা আদায় করে বিআইডব্লিউটিএ।

বুড়িগঙ্গার নদীর দক্ষিণ তীরে কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় মঙ্গলবার সকাল থেকেই উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ।

ছয়তলা ভবনসহ সারাদিনে সব মিলিয়ে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সব মিলিয়ে ৪৪ দিনে উচ্ছেদ করা হলো প্রায় চার হাজার সাতশ’ অবৈধ স্থাপনা।

এসময় নদীর জমি ভরাট ও বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণের জন্য বসুন্ধরা এবং অপসোনিন কোম্পানির স্থাপনাও উচ্ছেদ করা হয়।

এসব কোম্পানির মালামাল জব্দ করে নিলামে তুলে ৭৮ লাখ টাকা আদায় করা হয়। ছোট-বড় যেকোন অবৈধ দখলদারের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছে বিআইডব্লিউএ।

এমকে 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়