• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ছয় নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে (ভিডিও)

আরটিভি অনলাইন ডেস্ক

  ১১ জুলাই ২০১৯, ১৯:২৩

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে তিস্তা, মাতামুহুরী, সাঙ্গু, খোয়াইসহ ছয়টি নদী পানি আটটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে বইছে। এতে পানি বাড়ছে বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন জেলায়।

বান্দরবানের নিম্নাঞ্চল আবারও প্লাবিত হয়েছে। বান্দরবান-চট্টগ্রাম সড়কের বাজালিয়ায় পানি ওঠায় সারাদেশের সঙ্গে যোগাযোগ বন্ধ আছে। অনেকে নৌকায় করে পানি পার হচ্ছেন। রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাঁচ শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

এছাড়া খাগড়াছড়ির নিচু এলাকার কয়েকশ’ ঘরবাড়ি ডুবে গেছে। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। এরই মধ্যে অনেকে পরিবার নিয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

ফেনীতে পরশুরাম, ফুলগাজীর বিভিন্ন স্থানে পানিবন্দি মানুষ পরিবার নিয়ে দুর্ভোগে রয়েছেন। এছাড়া বন্যার পানিতে লালমনিরহাটে পাটগ্রাম ও হাতীবান্ধায় নদী তীরের বাড়ি-ঘর ডুবে আছে।