• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়িয়ে বিল পাস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ জুলাই ২০১৯, ১০:২৭
জাতীয় সংসদ,
জাতীয় সংসদ,

‘আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল-২০১৯’ নতুন করে মেয়াদ বাড়িয়ে পাস হয়েছে। মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বাজেট অধিবেশনে বিলটি পাস হয়।

বহুল আলোচিত এই আইনটিতে চাঁদাবাজী, যান চলাচলে বাধাদানসহ ত্রাস ও অরাজক পরিস্থিতি সৃষ্টির দায়ে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দেওয়ার বিধান রয়েছে।

বিলটি পাশের বিরোধীতা করেছেন বিএনপির হারুন অর রশীদ ও সংরক্ষিত আসনের রুমিন ফারহানা এবং গণফোরামের মোকাব্বির খান।

তারা দাবি করেছেন, বিরোধী দলীয় নেতাকর্মীদের দমনের লক্ষ্যেই এই আইন করা হয়েছিল। আগামীতে এই দমন-পীড়ন বাড়াতেই মেয়াদ বাড়িয়ে বিলটি সংসদে আনা হয়েছে।

বিলটি পাসের প্রস্তাব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ আকারে কন্ঠভোটে বিলটি পাস হয়।


এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭৩ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলার অবদান ভুলবার নয় : ফখরুল
ওলামা দলের নতুন কমিটিতে স্থান পেলেন যারা
X
Fresh