logo
  • ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০, ১১ মাঘ ১৪২৭

লিবিয়ায় বিমান হামলায় নিহত বাংলাদেশির পরিচয় প্রকাশ করলো দূতাবাস

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৫ জুলাই ২০১৯, ০৫:২৭ | আপডেট : ০৫ জুলাই ২০১৯, ০৫:৩১
লিবিয়া,
লিবিয়া
লিবিয়ার অভিবাসী আটক কেন্দ্রে বিমান হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত বাংলাদেশির নাম শাহজালাল কাজী।

মাদারীপুরের মোস্তফাপুরে জন্ম নেয়া এই বাংলাদেশির মরদেহ দেশে পাঠানো হবে শিগগিরই।

লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর এ এস এম আশরাফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ এস এম আশরাফুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, ওই বিমান হামলায় কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রিলিজ করে দেয়া হয়েছে।

তবে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এখনও দুইজন। মোট ১৩ বাংলাদেশি সেখানে অবস্থান করছিলেন।

গেলো মঙ্গলবার স্থানীয় সময় ভোররাতে ওই বিমান হামলা চালানো হয়। এতে এক বাংলাদেশিসহ অন্তত ৪০ জন নিহত হন।

এসজে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়