logo
  • ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০, ৪ আশ্বিন ১৪২৭

নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ডিএসসিসির ৭৪ নম্বর ওয়ার্ড (ভিডিও)

  আরটিভি রিপোর্ট

|  ০৪ জুলাই ২০১৯, ১৫:৫৩ | আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১৬:০৫
ভয়াবহ মশার উপদ্রব আর রাস্তার খানা-খন্দে জর্জরিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম নন্দী পাড়া। এই ওয়ার্ডে নেই কোনও সোয়ারেজ সিস্টেম। কিছুদিন আগে সিটি করপোরেশনের অধীনে আসায় এখানে নেই কোনও ভালো স্কুল, কলেজ, স্বাস্থ্য কমপ্লেক্স ও খেলার মাঠ। 

এলাকার কাউন্সিলর জানান, সব ধরনের নাগরিক সুবিধার জন্য কাজ করছেন তিনি। 

সিটি করপোরশনের আওতায় এলেও গ্রাম বাংলার পরশ যেন এখনও ছাড়তে পারেনি পশ্চিম নন্দীপাড়া। দেখা মিলে বাঁশের সাঁকো, ডোবা-নালা। 

ঘনবসতি পূর্ণ এই এলাকার মাঝ দিয়ে বয়ে গেছে জীরানী খাল। অযত্নে থাকা এই খাল লাখো মশার লালন-পালন করছে পরম যত্নে। যার অত্যাচারে অতিষ্ঠ এখানকার বসতীরা।  

প্রায় এক লাখ বসতীর জন্য এই এলাকায় ওয়াসার তিনটি পানির পাম্প থাকলেও সচল মাত্র একটি। ফলে মাসে দু-এক বার পানির জন্য হাহাকার থাকে এই এলাকায়। 

তবে সব ধরনের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেন ৭৪ নম্বর ওয়ার্ডের অভিভাবক আবুল কালাম আজাদ। তিনি জানান, ওয়ার্ডটি নতুন হওয়ায় সব কাজ শুরু করতে হচ্ছে নতুন করে। আস্তে আস্তে সব সমস্যার সমাধান হবে। 

ওয়ার্ডটিকে আরও সুন্দর করে তুলতে সরকারের পাশাপাশি জনগণের সাহায্যও চাইলেন কাউন্সিলর ।  

জিএ/এসএস

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৪৪২৬৪ ২৫০৪১২ ৪৮৫৯
বিশ্ব ৩,০১,২৬,০২০ ২,১৮,৭৪,৯৫৭ ৯,৪৬,৭১২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়