logo
  • ঢাকা সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯, ১ পৌষ ১৪২৬

আজ বসছে পদ্মা সেতুর ১৪তম স্প্যান

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৯ জুন ২০১৯, ১১:০৯ | আপডেট : ২৯ জুন ২০১৯, ১১:১৯
ছবি-সংগৃহীত
আজ শনিবার বসছে পদ্মা সেতুর ১৪তম (৩সি) স্প্যানটি।  সেতুর ১৪তম এই স্প্যানটি মাওয়া প্রান্তে ১৫ ও ১৬ নম্বর পিলারে বসানো হবে। এ স্প্যানটি বসানোর পর সেতুর মোট ২ হাজার ১০০ মিটার দৃশ্যমান হবে।

এর আগে নির্ধারিত দিনে বৈরি আবহাওয়ায় ও ১৫-১৬ নম্বর পিলারের কাছে পলি জমে থাকার কারণে স্প্যানটি বসানো যায়নি। 

পদ্মা সেতু প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের জানান, ১৫ ও ১৬ নম্বর পিলারের মুখে দৈর্ঘ্যে ও প্রস্থে ৪৫/৩০ মিটার পলি মাটি জমায় গত বৃহস্পতিবার (২৭জুন) থেকে ড্রেজিংয়ে পলি অপসারণ কাজ শুরু করা হয়। আজ শনিবার (২৯জুন) সকালে স্প্যান ‘৩ সি’ বসানোর প্রক্রিয়া শুরু করা হয়। 

এদিকে, পদ্মা সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। পদ্মা সেতুর ৪২টি পিলারের মধ্যে ২৯টি পিলারের কাজ শেষ হয়েছে। বাকি ১৩টি পিলারের কাজ চলমান রয়েছে। এছাড়াও ২৭টি রোডওয়ে স্লাব বসানো হয়েছে বলে প্রকৌশলী সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে সেতুর নির্মাণ কাজ শুরু হয়। সেতু নির্মাণে ব্যয় হচ্ছে ৩৩ হাজার কোটি টাকা। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়