• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

লালমাটিয়ায় যে গ্যালারিতে সবই উল্টো (ভিডিও)

জুবায়ের সানি, আরটিভি

  ২৬ জুন ২০১৯, ১৭:৩৪

আপসাইড ডাউন। ছবি তোলার অদ্ভুত এক গ্যালারি। রাজধানীর লালমাটিয়ায় এ গ্যালারিতে সবই উল্টো। ছবি তোলার পর মনে হবে কোনও এক অদ্ভুত ক্ষমতাবলে আপনি উল্টো হয়ে ঝুলে আছেন। দেশে প্রথম এ ধরনের গ্যালারি তৈরি করেছেন চার স্বপ্নবাজ তরুণ।

একবার চিন্তা করে দেখুন তো, আপনি এমন এক ঘরে প্রবেশ করলেন, যেখানে আপনাকে সব কাজ করতে হবে শূন্যে ভেসে। এ যেন স্বপ্নের এক জগত।

ড্রয়িংরুম, ডাইনিং বা বেডরুমের সব কাজ অথবা দাবাও খেলতে হবে শূন্যে ভেসে। অবাক হচ্ছেন? ‘আপসাইড ডাউন’ নামে এমনই এক ফটো গ্যালারি তৈরি হয়েছে রাজধানীর লালমাটিয়ায়। যেখানে খাট, টেবিল, সোফা- সব আসবাবই ঝোলানো আছে সিলিং-এ। ছবি তুলে তা উল্টো করে ধরলে মনে হবে, যেন আপনি শূন্যে ভেসে আছেন।

পৃথিবীর বিভিন্ন দেশে এমন ‘আপসাইড ডাউন’ হাউজ আছে। কিন্তু বাংলাদেশে প্রথমবারের মতো এমন একটি গ্যালারি তৈরি করলেন চার স্বপ্নবাজ তরুণ।

গেল বছরের ১৭ মে যাত্রা শুরু করা গ্যালারিতে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থী সংখ্যা।

ভবিষ্যৎতে এখানে আরও নতুন নতুন থিম আনান পরিকল্পনা আছে উদ্যোক্তাদের।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh