logo
  • ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২০, ৫ মাঘ ১৪২৭

অতিরিক্ত যাত্রী ও গতি থাকায় ট্রেনটি দুর্ঘটনায় পড়ে: যাত্রীদের বক্তব্য (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৪ জুন ২০১৯, ১৬:৫৪ | আপডেট : ২৪ জুন ২০১৯, ১৭:০৫
মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস সেতু ভেঙে দুর্ঘটনায় পড়ে ৪ যাত্রী নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এ ট্রেনে ছিলেন সাংবাদিক আশিকুল আলম বাসির।

তিনি জানান, ঢাকা সিলেট সড়ক বন্ধ থাকায় ট্রেনে যাত্রী ছিল অনেক বেশি। আর এরকম যাত্রী বোঝাই ট্রেনটি যখন হঠাৎ গতি বাড়িয়ে দেয় তখনই দুর্ঘটনাটি ঘটে।

তিনি বলেন, স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঢাকা ফিরছিলেন। কিন্তু একটা সময় কোনো কারণ ছাড়াই চালক ট্রেনের গতি বাড়িয়ে দেন। পরিস্থিতি ভালো মনে না হওয়ায় ছেলেকে জানালার পাশ থকে সরিয়ে নিই। ট্রেনের গতি বাড়ায় সবার মাঝে আতঙ্ক শুরু হয়। আর এর কিছুক্ষণ পরেই ট্রেনটি দুর্ঘটনায় পড়ে।

এমকে      

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়