ডিআইজি মিজানের জন্য আইনের ফাঁক দিয়ে পালানোর সব প্রক্রিয়া বন্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ডিআইজি মিজান বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে। তিনি যেন আইনের ফাঁক দিয়ে বের হয়ে যেতে না পারে সে জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
আজ শনিবার (২২ জুন) রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসভবনে তিনি এ কথা বলেন।
এক নারীকে জোর করে বিয়ে ও নির্যাতনের অভিযোগের ঘটনায় আলোচিত পুলিশ কর্মকর্তা মিজানুর রহমানের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্তও চালাচ্ছে দুদক।
তার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের দায়িত্বপ্রাপ্ত দুদকের পরিচালক এনামুল বাছিরের সঙ্গে সম্প্রতি ঘুষ লেনদেনের তথ্য ফাঁস করে আবারো আলোচনায় আসেন ডিআইজি মিজান।
এসএস