logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯, ৩০ কার্তিক ১৪২৬

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে সেভেন স্টার গ্রুপ লিডার’ নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২০ জুন ২০১৯, ১০:৪৩ | আপডেট : ২০ জুন ২০১৯, ১১:১৯
রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে সেভেন স্টার গ্রুপ লিডার’ নিহত - rtv online
ফাইল ছবি
রাজধানীর মোহম্মদপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তানভীর আহমেদ অনিক (৩৬) নামে একজন নিহত হয়েছেন। র‌্যাব জানায়, ‘সেভেন স্টার গ্রুপ’ নামে একটি দল গড়ে ঢাকার শেরেবাংলা নগর এলাকায় তিনি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালিয়ে আসছিলেন।

নিহত তানভীরের বাড়ি মাদারীপুরে। ৭-৮টি মামলায় পলাতক আসামি ছিলেন তিনি।

বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে মোহাম্মদপুরের বসিলা এলাকায় এ ঘটনা ঘটে। 

র‌্যাব-২ এর অধিনায়ক মোহাম্মদ আশিক বিল্লাহ বলছেন, একদল সন্ত্রাসী কেরানীগঞ্জ থেকে নদী পার হয়ে ভোরে বসিলা এলাকায় আসে। পরে র‌্যাবের একটি টহল দলের সঙ্গে তাদের গুলোগুলি হয়। গোলাগুলি থামলে সেখানে একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ওই যুবককে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহতের বিরুদ্ধে অন্তত আটটি হত্যা মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি এবং কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়